ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

২০২৫ মে ১৭ ২৩:১৬:৩৭
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামার আগে অধিনায়ক লিটন দাস জানিয়ে দিয়েছিলেন, বড় স্কোরই তাদের লক্ষ্য। আর মাঠে সেই লক্ষ্য পূরণে মুখ্য ভূমিকা রাখেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৫৪ বল মোকাবিলা করে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে।

তামিম ইকবালের পর ইমনই দ্বিতীয় বাংলাদেশি, যিনি টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। ৮৪ রানে একবার আউট হয়ে যেতে পারতেন তিনি, কিন্তু মতিউল্লা খানের বলটি ‘নো’ হওয়ায় বেঁচে যান। পরে তুলে নেন কাঙ্ক্ষিত শতক। একই সঙ্গে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ ছক্কা মারার রেকর্ডও গড়েন তিনি।

ইমনের ইনিংস ছাড়াও তাওহিদ হৃদয় করেন ১৫ বলে ২০ রান এবং জাকের আলী ১৪ বলে করেন ১৩ রান। আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ, যিনি ২১ রানে শিকার করেন ৪টি উইকেট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে