ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যমুনায় নিরাপত্তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বৈঠক

২০২৫ মে ২০ ১৯:৫৭:০০
যমুনায় নিরাপত্তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বৈঠক

ডুয়া ডেস্ক: দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২০ মে মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রধান উপদেষ্টা রাজধানী-সহ সারাদেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও অবদানের প্রশংসা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে