ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ

২০২৫ মে ২০ ১৯:৫১:০৯
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ

ডুয়া ডেস্ক: সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে প্রাথমিকভাবে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অপসারিত হওয়ার পর নতুন নেতৃত্বকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।

ব্রাসেলসে ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এক বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছান। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রীদের মাধ্যমেই।

এই পদক্ষেপ এমন সময়ে এলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্রও সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে।

আল-জাজিরার ইউরোপীয় সদর দপ্তরের সাংবাদিক হাশেম আহেলবারা বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। ইইউ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, তারা সিরিয়ার বর্তমান শাসনব্যবস্থাকে বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছে এবং দেশটিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে।

২০১২-১৩ সালে আসাদ সরকারের আমলে সিরিয়ার পরিবহন, জ্বালানি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। নতুন নেতৃত্বের অধীনে দেশটি সেসব শাসন ও সংঘাত কাটিয়ে পুনর্গঠনের পথে হাঁটছে বলে মনে করছে ইইউ।

সূত্র জানায়, নতুন চুক্তির আওতায় সিরিয়ার ব্যাংকগুলোর ওপর বৈশ্বিক লেনদেন নিষেধাজ্ঞা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফ্রিজ করার ব্যবস্থা প্রত্যাহার করা হতে পারে।

তবে, একইসঙ্গে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে, যাদের বিরুদ্ধে সম্প্রতি আলাউইট সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এছাড়া, সিরিয়ায় অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা ও দমনমূলক যন্ত্রপাতি সরবরাহে বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইইউ সীমিত পরিসরে কিছু খাতে নিষেধাজ্ঞা স্থগিত করেছিল। তখন থেকেই জোর গুঞ্জন চলছিল, আরও বিস্তৃতভাবে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুতি নিচ্ছে ইইউ।

তবে ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার সরকার যদি সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না করে বা গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে আগের নিষেধাজ্ঞাগুলো আবারও পুনর্বহাল করা হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে