ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ

২০২৫ মে ২০ ২১:২৮:১৮
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ

ডুয়া নিউজ: কোনো পদক্ষেপেই যেন বাজারে স্থিতিশীলতা ফিরছে না। টানা দরপতন এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। একদিন বাজারে উত্থান দেখা গেলেও পরবর্তীতে ধারাবাহিক দরপতনের মধ্য দিয়েই লেনদেন হতে দেখা যায়। নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার উন্নয়নে নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর হচ্ছে না। এমতাবস্থায় বিনিয়োগকারীরাও লেনদেন নিয়ে বিপাকে পড়েছেন। কারণ মুনাফার প্রত্যাশায় যে কোম্পানিতেই বিনিয়োগ করা হচ্ছে, সেখানেই লোকসান গুনতে হচ্ছে। ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত বিনিয়োগেও ভরসা পাচ্ছেন না তারা। তবে বাজারে স্থিতিশীলতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দু’দিন পতনের পর আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচকের সামান্য পতন হয়েছে এবং টাকার অংকে লেনদেনও কমেছে।

জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৫ দশমিক ৬৪ পয়েন্টে।

ডিএসইএস সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১১টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ২৯৭ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৮৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকার তুলনায় ৮ কোটি ৯৩ লাখ ২ হাজার টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৬ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকার, যা আগের দিনের ৯ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকা থেকে কম।

সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে ৭৪টির দর বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৭.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে, যেখানে আগের দিন সূচক কমেছিল ২৫.০৭ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে