ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবি আন্তঃহল জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাদী, রানার্সআপ আশিক

২০২৫ মে ২০ ২৩:০৯:৫৫
ঢাবি আন্তঃহল জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাদী, রানার্সআপ আশিক

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল জুডো প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্রে সকাল থেকে শুরু করে দিনব্যাপী চলে প্রতিযোগিতা।

এতে ৭৩ কেজি ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী তানভীর আল হাদী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী। এবং একই ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে রৌপ্য পদক অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী আশিক খান। সে বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে অধ্যয়নরত। এবং একই ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে ২১-২২ সেশনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী লতিফুর রহমান লিখন।

এছাড়াও ছাত্রদের গ্রুপে হল হিসেবে সর্বোচ্চ সংখ্যক মেডেল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী মুহাম্মদ মুহসিন হল ও রানার্সআপ হয়েছে মাস্টারদা সূর্যসেন হল।

বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে