ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

২০২৫ মে ২০ ২২:৫৯:৩১
পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

ডুয়া ডেস্ক: পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২০ মে) স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পটি ঘটে। তবে এখন পর্যন্ত হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউ গিনির অ্যানগোরাম শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৫২.৭ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় "রিং অব ফায়ার" অঞ্চলে অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছর নভেম্বরে দেশটিতে ৬.৬ মাত্রার এবং মার্চে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২১ জন নিহত হয়। এছাড়া, ২০১৮ সালের ভূমিকম্পে ২০০ জনের বেশি প্রাণহানি ঘটে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে