ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

১১৮ পদে নিয়োগ বাতিলের যে ব্যাখ্যা দিল রাজউক

২০২৫ মে ২০ ২০:১৯:৪১
১১৮ পদে নিয়োগ বাতিলের যে ব্যাখ্যা দিল রাজউক

ডুয়া ডেস্ক: সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি বিজ্ঞপ্তি ঘিরে নিয়োগ বাতিল সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২০ মে) রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কিছু মহল দাবি করছে রাজউকের ১১৮টি পদে নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর।

তিনি জানান, ১৯ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ১১৮টি পদে মোট ২৫,১৬৬ জন আবেদন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের তত্ত্বাবধানে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৯০টি পদে নিয়োগ সম্পন্ন হয়। ইতোমধ্যে ৮৫ জন যোগ দিয়েছেন এবং ৫ জন প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যারা বর্তমানে রাজউকে কর্মরত।

তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৮ থেকে ৩০ পর্যন্ত অবশিষ্ট ২৮টি পদে কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। সেসব পদের নিয়োগ ১২ মে ২০২৫ তারিখে রাজউকের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে।

রাজউক নিশ্চিত করেছে, শুধুমাত্র এই ২৮টি পদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং বাকি ৯০টি পদে নিয়োগপ্রাপ্তরা যথারীতি তাদের দায়িত্ব পালন করছেন। জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে