ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সুচিত্রা সেনের নামের পরিবর্তে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস

২০২৫ মে ২০ ২৩:২৩:১৪
সুচিত্রা সেনের নামের পরিবর্তে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস

ডুয়া নিউজ: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এতে বাদ পড়েছে মহানায়িকা সুচিত্রা সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া নতুন নামফলক উন্মোচন করেন।

নতুন নাম অনুযায়ী, শেখ রাসেল ছাত্রাবাস এখন ‘বিজয় ২৪ ছাত্রাবাস’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস হয়েছে ‘আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস’ এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম রাখা হয়েছে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ, হল সুপার, সহকারী সুপার ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি। পুরো কার্যক্রম সমন্বয় করেন নামফলক প্রস্তুত ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন।

অধ্যক্ষ আব্দুল আউয়াল মিয়া বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।”

উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেন। তাঁর শৈশব-কৈশোর কেটেছে গোপালপুর মহল্লার পৈতৃক বাড়িতে। তিনি মহাকালী পাঠশালা ও পাবনা বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর পারিবারিক নাম ছিল রমা দাশগুপ্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে