ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০২৫ মে ২১ ১০:৩৫:০১
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডুয়া ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন আর সে অনুযায়ী আজ (২১ মে) থেকে বিক্রি শুরু হয়েছে ঈদের প্রথম দিনের (৩১ মে) ট্রেন টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারের ঈদে শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে নিয়েছে বিশেষ কর্মপরিকল্পনা।

কর্মপরিকল্পনার তথ্যমতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে