ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজপথ ছাড়া যাবে না

২০২৫ মে ২১ ১৪:৪০:২৪
রাজপথ ছাড়া যাবে না

ডুয়া ডেস্ক: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। চলমান আন্দোলনের মাঝেই তিনি নতুন করে বার্তা দিয়েছেন।

বুধবার (২১ মে) নিজের সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ নির্দেশ দেন তিনি।

নেতাকর্মী-সর্মথকদের মাঠ ছেড়ে উঠে না আসার নির্দেশ বলেন, নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।

এরআগে, সকালে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে, যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রীত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেয়ার দিন আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ধার্য করেছেন হাইকোর্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে