ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চার দফা দাবিতে এনবিআরের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি

২০২৫ মে ২১ ১৪:২৫:৫৯
চার দফা দাবিতে এনবিআরের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি

ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ-সহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির যৌক্তিকতা ও পরিপ্রেক্ষিত চিহ্নিত করা সত্ত্বেও এনবিআর চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে সঠিক তথ্য না দিয়ে প্রকৃত চিত্র আড়াল করেছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সংগঠনের পক্ষ থেকে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়:

এনবিআর বিলুপ্তির লক্ষ্যে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে।

রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

প্রস্তাবিত খসড়া এবং সুপারিশ সমূহ সবার মতামত নিয়ে পর্যালোচনা করে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এদিন এনবিআর সদর দফতর-সহ দেশের সব বিভাগীয় ও মাঠ পর্যায়ের অফিসে অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে