ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রিজার্ভ আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে : গভর্নর

২০২৫ মে ২১ ১৪:৪৫:১০
রিজার্ভ আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে : গভর্নর

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। সেই সঙ্গে আগামীতে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রাও রয়েছে বলে জানান তিনি।

বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ খাত ২৬ শতাংশ সুদের হারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। কারণ এখন গ্রাহকরা এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এর চেয়ে কম সুদে ঋণ পাচ্ছেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বেশি সুদের এই ঋণব্যবস্থা প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বাজার থেকে হারিয়ে যাবে।

রিজার্ভ বিষয়ে তিনি জানান, আগামী মাসে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আর সেটিকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করতে কিছুটা সময় লাগবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। তবে আইএমএফ-এর বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করলে বর্তমানে রিজার্ভ রয়েছে ২০ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: রিজার্ভ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে