ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসি পুনর্গঠন ও দ্রুত ভোটের দাবিতে রাজপথে এনসিপি

২০২৫ মে ২১ ১৫:১২:৩৫
ইসি পুনর্গঠন ও দ্রুত ভোটের দাবিতে রাজপথে এনসিপি

ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে আগামী বুধবার (২১ মে) রাজধানীর নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে ২০২২ সালে প্রণীত 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন'-এর ভিত্তিতে, যা তৎকালীন আ’লীগ সরকারের ফ্যাসিবাদী চরিত্র বহন করে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আগেই নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ায় সেটি সংস্কারের মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে। এমনকি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচন অযোগ্য ঘোষণার সুপারিশকেও বাতিল করেছে বর্তমান ইসি, যা তাদের প্রতি আস্থাহীনতা তৈরি করেছে।

আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অবৈধ নির্বাচনের জের ধরে অনেকেই আদালতের দ্বারস্থ হয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি করছেন।

এই সংকট থেকে উত্তরণে তিনি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

এ সময় তিনি ঘোষণা দেন, এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বুধবার (২১ মে) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে