ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন নোট আসছে বাজারে, পাওয়া যাবে যেদিন থেকে

২০২৫ মে ২১ ১৫:১৬:১০
নতুন নোট আসছে বাজারে, পাওয়া যাবে যেদিন থেকে

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ৯ মাসে বাজারে আসেনি কোনো নতুন নোট। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে নতুন মুদ্রা। আগামী ২৫ অথবা ২৬ মে বাজারে ছাড়া হতে পারে নতুন ২০ ও ৫০ টাকার নোট। তবে নতুন ডিজাইনের ১ হাজার টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে ১ জুন পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রথম ধাপে বাজারে ছাড়া হবে মোট এক হাজার কোটি টাকার নতুন নোট। নতুন এই নোটগুলোর নকশায় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জুলাই অভ্যুত্থান। বিশেষ করে ১ হাজার টাকার নোটে থাকছে ৮টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।

বর্তমানে বাজারে চলমান ৯টি কাগুজে নোট রয়েছে। যার সবকটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জুলাই অভ্যুত্থানের পর এসব নোট পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই প্রক্রিয়া শুরু করলেও বাস্তবায়নে কিছুটা সময় লেগেছে।

আরিফ হোসেন খান জানিয়েছেন, ধাপে ধাপে সব নোটেই পরিবর্তন আনা হবে। বর্তমানে বাজারে মোট কাগুজে মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের ভল্টে ছাপানো অবস্থায় মজুত আছে তার চেয়েও বেশি টাকার মুদ্রা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে