ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

করিডর দেয়ার মতো অবস্থা নেই: খলিলুর রহমান

২০২৫ মে ২১ ১৮:২২:১৯
করিডর দেয়ার মতো অবস্থা নেই: খলিলুর রহমান

ডুয়া ডেস্ক: অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে করিডর দেয়ার বিষয়ে কারও সাথেই কোনও কথা হয়নি এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে, বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে।

তিনি বলেছেন, আরাকানের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ করিডর দেয়ার মতো অবস্থায় নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যদি করিডর বিষয়ক কোনও সিদ্ধান্ত হয় তখন বাংলাদেশ ভেবে দেখতে পারে। তবে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা মাথায় রেখে আরাকানের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, করিডর দেয়ার ব্যাপারে আমেরিকা ও চীনের কোনও চাপ নেই। করিডর ইস্যুতে সেনাবাহিনীর সাথেও সরকারের কোনও দ্বিমত নেই।

সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক এ উপদেষ্টা দাবি করেন, করিডর ইস‍্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে হয়নি। এটি প্রতিবেশী দেশের থেকেই প্রচারণা চালানো হয়েছে।

আরাকানের পরিস্থিতি খারাপ হওয়াতে এখন রোহিঙ্গা প্রত‍্যবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন খলিলুর রহমান। ফের জানান, টেকসই রোহিঙ্গা প্রত‍্যবাসনই সরকারের লক্ষ‍্য।

তিনি এ সময় উল্লেখ করেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ‍্যা কত তা সংরক্ষণ করে ইউএনএইচসিআর। রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটা আগের সরকার চায়নি। বর্তমান সরকার এটা নিয়ে কাজ শুরু করেছে। ডেটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে ক্রস চেক করলেই জানা যাবে ক্যাম্পের বাহিরে কত রোহিঙ্গা আছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে