ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

লং মার্চ থেকে শিক্ষক নেতা কাওছার গ্রেপ্তার

২০২৫ মে ২১ ১৫:৪৭:৫৪
লং মার্চ থেকে শিক্ষক নেতা কাওছার গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও বিভিন্ন ভাতার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লংমার্চে অংশ নেওয়ার সময় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মুনসুর জানান, “অধ্যক্ষ কাওছারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রথমে শাহবাগ থানায় নিয়ে আসে। পরে তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে সরেজমিনে দেখা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা দেওয়ার দাবি জানাচ্ছেন।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষক আল আমিন বলেন, “আমরা ২৫ শতাংশ উৎসব ভাতা চাই না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো আমাদেরও বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান দাবি হলো শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণকে অগ্রাধিকার দিতে হবে। সকল বৈষম্য দূর করে দ্রুত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করুন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে