ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সূচক ও লেনদেনে উত্থান, বাজারে স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত

২০২৫ মে ২১ ১৫:৪৮:২৩
সূচক ও লেনদেনে উত্থান, বাজারে স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত

ডুয়া নিউজ: ধারাবাহিক দরপতন কাটিয়ে আবারও উত্থানে ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। আগের দিনের মত আজও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, গত কয়েকদিন ধরেই বাজার স্থিতিশীলতায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও কর্তৃপক্ষ বাজারকে মন্দা অবস্থা থেকে বেড় করে আনতে তৎপর রয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে বাজার ভালো হওয়ার আশার সঞ্চার হওয়া তারা লেনদেন ফিরতে শুরু করেছে। এর ফলে দুই কার্যদিবস ধরে সূচক ও লেনদেন বাড়ছে।

জানা যায়, দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকার সক্রিয় বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে আগামী ২৯ মে (বৃহস্পতিবার) রাজধানীতে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

বর্তমান সরকার শেয়ারবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করে তুলতে অংশীজনদের মতামত ও পরামর্শ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এ সংলাপ ভবিষ্যৎ শেয়ারবাজার ব্যবস্থাপনায় ইতিবাচক দিকনির্দেশনা দেবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। বৈঠকটি দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও সংহতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দুই দিন পতনের পর আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০১ দশমিক ৩২ পয়েন্টে।

ডিএসইএস সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০.২৪ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮১ দশমিক ৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২৭টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৬৭টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৩২৬ কোটি ২৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৭ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার টাকার, যা আগের দিনের ৬ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা থেকে ১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা বেশি।

সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, ৫৩টর দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ২৯.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০০.০২ পয়েন্টে, যেখানে আগের দিন সূচক কমেছিল ৭.৯৮ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে