ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চেন্নাইয়ের হাসপাতালে শেখ হাসিনা! যা জানা গেল

২০২৫ মে ২১ ১৭:১২:৩৬
চেন্নাইয়ের হাসপাতালে শেখ হাসিনা! যা জানা গেল

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তার জনসম্মুখে আসার কোনো খবর পাওয়া যায়নি। তবে সম্প্রতি, ভারতের চেন্নাইতে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তার মধ্যে চোখের পরীক্ষা করাতে গেছেন—এই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ইতোমধ্যে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে।

তাদের অনুসন্ধানে দেখা গেছে, ‘চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।’

মূলত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। এ সফরে তিনি কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে তিনি নিউইয়র্কে পৌঁছানোর সময় ধারণ করা হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে