ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ মে ২১ ১৮:১৬:৩০
ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

ডুয়া নিউজ: বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)–এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা বুধববার (২১ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। অনুমোদিত ডিভিডেন্ডের মধ্যে রয়েছে ১৭.৫ শতাংশ ক্যাশ ও ১৭.৫ শতাংশ স্টক।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী। এছাড়া সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মোঃ শাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে. এম. তানজীব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএসসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারীরা ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় উত্থাপিত সকল প্রস্তাব অনুমোদিত হয়।

শেয়ারধারীরা ব্যাংকের ২০২৪ সালের আর্থিক অগ্রগতি, প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালুর সিদ্ধান্ত এবং বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডকে সাধুবাদ জানান। তারা ব্যাংকের কৌশলগত অগ্রযাত্রা ও পরিচালনা পর্ষদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে