ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশ

২০২৫ মে ২১ ১৮:৫৩:৫৫
বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশ

ডুয়া ডেস্ক: দেশের বাণিজ্য সংগঠনগুলোর গঠন, পরিচালনা, নিবন্ধন, তদারকি ও শৃঙ্খলা বিষয়ক বিস্তারিত নির্দেশনা নিয়ে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার (২০ মে) এ গেজেট প্রকাশ করা হয়।

নতুন বিধিমালায় ঋণ খেলাপি ও কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। সদস্যপদ অর্জন, নির্বাচন, বার্ষিক সাধারণ সভা, নিরীক্ষা প্রতিবেদন জমা এবং সংগঠন বাতিল সংক্রান্ত নানা প্রক্রিয়া এতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়িক সংগঠনগুলোতে পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন কয়েকটি ধারা সংযোজন করা হয়েছে, যার ফলে সরকারের তদারকি আরও কার্যকর হবে। বিধিমালায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। নতুন কাঠামো অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদে ৪৬ জন সদস্য থাকবেন। এদের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি।

পর্ষদে বিভিন্ন শ্রেণির সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চেম্বার, অ্যাসোসিয়েশন এবং সাবস্ক্রাইবার গ্রুপভিত্তিক কোটা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে সংগঠনগুলোর নবায়ন সনদ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সাধারণ সভার কার্যবিবরণী এবং সদস্যপদ ফি দাখিল করতে হবে।

পরিচালক হতে হলে প্রার্থীকে সংশ্লিষ্ট সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে পূর্বে কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ দিতে হবে। সাধারণ পরিষদের সদস্য হতে হলে নবায়ন, নিরীক্ষা প্রতিবেদন এবং আর্থিক দায়মুক্তির শর্ত পূরণ বাধ্যতামূলক।

বিধিমালায় স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে স্বাধীন নির্বাচন বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। কেউ জাল কাগজপত্র জমা দিলে বা ভোটার তালিকায় অনিয়ম করলে তার সদস্যপদ বাতিল অথবা প্রার্থিতা স্থগিত করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিধিমালার বাস্তবায়ন ব্যবসায়িক সংগঠনগুলোতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সামগ্রিকভাবে দেশের বাণিজ্যিক পরিবেশকে আরও উন্নত ও স্থিতিশীল করে তুলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে