ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না

২০২৫ মে ২১ ১৮:২২:২৯
ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না

ডুয়া নিউজ: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। একইসঙ্গে তিনি আরও তিনটি দাবিও উত্থাপন করেছেন, যা ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

বাগছাস নেতার তিন দফা দাবি হলো—

১. ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। ২. মির্জা ফখরুল ইসলাম এবং ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাকে মনোনীত ও নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।৩. সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ দিতে হবে, অন্যথায় আন্দোলন ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকব না, আন্দোলনকে রাস্তায় নামিয়ে আনা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে