ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

২০২৫ মে ২১ ১৭:৪৭:২৯
ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

ডুয়া ডেস্ক: আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, যমুনা, পদ্মা, মেঘনাসহ দেশের বড় বড় নদীগুলোর ওপর দিয়ে প্রবল কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আজ বুধবার (২১ মে) তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই তথ্য দিয়ে সতর্কবার্তা দেন। তিনি বর্তমানে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট 'আবহাওয়া ডটকম'-এর প্রধান আবহাওয়াবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ লেখেন, “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজ বুধবার (২১ মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে নৌযান চলাচল প্রচণ্ড রকমের ঝুঁকিপূর্ণ হবে।”

এই আবহাওয়াবিদ বলেন, “আজ রাত ৯টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার মধ্য রাতে যমুনা, পদ্মা, মেঘনাসহ দেশের সব বড় নদীর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করবে।”

এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “সবচেয়ে নিরাপদ হবে যদি আজ রাতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয় দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোয়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে