ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বহিরাগত নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

২০২৫ মে ২১ ১৭:৫৪:৩১
বহিরাগত নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন

ডুয়া নিউজ: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বহিরাগত নিয়ন্ত্রণে বেশ নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবিতে বহিরাগত নিয়ন্ত্রণে এখন বেশ কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। প্রক্টরিয়াল টিমের ঘন ঘন অভিযান, প্রবেশমুখে কঠোর নিরাপত্তা ও নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়াসহ গুরুত্বপূর্ণ সব কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, গত সোমবার ও মঙ্গলবার রাতভর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়েছে প্রক্টরিয়াল টিম। এসময় ক্যাম্পাসের তিন নেতার মাজার এলাকায় গাঁজাসহ কয়েকজনকে আটক করে তারা। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা, কবি সুফিয়া কামাল হল সংলগ্ন ফুটওভার ব্রিজ ও মেট্রোরেলের নিচে অবস্থানকারী ভাসমান লোকদের উচ্ছেদে রাতভর অভিযান চালানো হয়েছে। এছাড়া রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনি, শামসুন নাহার হলের সামনে ভবঘুরে লোকদের উচ্ছেদ করা হয়েছে।

মেয়েদের হলগুলোতে ছাত্রীদের নিরাপত্তার জন্য সকাল ৬টা থেকে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কবি সুফিয়া কামাল হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সামনে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছেন।

গত সোমবার (১৯ মে) রাতে আকস্মিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তখন তিনি উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়াও বুধবার (২১ মে) সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে আইডি কার্ড চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। বিশেষ করে সন্ধ্যা সাতটার পরে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও ঢাবির স্টিকারযুক্ত গাড়ি ছাড়া বহিরাগত গাড়ি প্রবেশ সতর্কতার সাথে যাচাই করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ডুয়া নিউজকে বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পরপরই ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু এতে কিছু অংশীজনের আপত্তি ও একুশে বইমেলা ইত্যাদি ইভেন্টের কারণে মাঝখানে একটু শিথিলতা দেখা দেয়। এখন আবার কঠোরভাবে বহিরাগত নিয়ন্ত্রণের কাজ চলমান আছে।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৩৫টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। বেশ কিছু ক্যামেরা নষ্ট হওয়ায় তা ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ থেকে বিএনসিসির টিম ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে