ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মধ্যপ্রাচ্যের দেশ

২০২৫ মে ২১ ১৮:৫৪:৩৪
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মধ্যপ্রাচ্যের দেশ

ডুয়া ডেস্ক: আসছে জুনে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ইতোমধ্যেই পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে। দেশটির আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আগামী ৬ জুন পালিত হতে পারে ঈদুল আজহা।

আজ বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।’

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদ প্রায় ৪৩ মিনিট দৃশ্যমান থাকবে, যা নতুন হিজরি মাসের সূচনার ইঙ্গিত বহন করে।

এই অনুযায়ী, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা—আরাফার দিন—হতে পারে ৫ জুন, বৃহস্পতিবার। আর এর পরদিন, ৬ জুন শুক্রবার, পালিত হতে পারে ঈদুল আজহা।

সংস্থাটি আরও জানিয়েছে, ‘চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুয়েতের মন্ত্রিসভা ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সকল সরকারি অফিস ও সংস্থায় ছুটি ঘোষণা করেছে। এরপর ১০ জুন, মঙ্গলবার থেকে নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে। তবে যেসব প্রতিষ্ঠানের কাজের ধরন ভিন্ন, তারা নিজেদের উপযোগী ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে।

এর আগে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে