ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরণ অনশনে ঢাবির বিন ইয়ামিন

২০২৫ মে ২১ ১৮:৩৫:৩৯
আমরণ অনশনে ঢাবির বিন ইয়ামিন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনে বসেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

আজ বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন মোল্লা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিন ইয়ামিন বলেন, একজন ঢাবি শিক্ষার্থী হিসেবে ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা ৫ আগস্টের পর থেকেই ডাকসুর রোডম্যাপের দাবিতে কথা বলে আসছি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দশ মাস পার হলেও এখনো ডাকসুর রোডম্যাপ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি বলেন, আমি তিনটি দাবি নিয়ে অনশনে বসেছি। প্রথমত, সম্প্রতি খুন হওয়া ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত, ডাকসু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা ও নির্বাচন কমিটি গঠন করা। তৃতীয়ত, ঢাবি ক্যাম্পাসে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা।

বিন ইয়ামিন বলেন, আমরা যে তিনটা দাবি নিয়ে অনশনে বসেছি, তার কোনটাই একে অপরের সাথে সাংঘর্ষিক নয়। বরং এগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদ থাকলে নিরাপত্তা ব্যবস্থা এতটা খারাপ হতো না। ফলে সাম্যের প্রাণ দেয়া লাগতো না। এজন্য আমাদের তিনটা দাবিই গুরুত্বপূর্ণ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে