ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সং-ঘর্ষ, নি-হ-ত ২৫
ডুয়া ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর তুমুল সংঘর্ষে অন্তত ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ছত্তিশগড় পুলিশ। খবর এএফপি'র।
রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ কমান্ডো দল অভিযানে অংশ নেয় এবং গুলি বিনিময়ের সময় ২৫ জনেরও বেশি মাওবাদী নিহত হয়। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ছত্তিশগড় রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, অভিযানের সময় মাওবাদীদের শীর্ষ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি ছোড়ে, পরে পাল্টা জবাব দেয় বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, ছত্তিশগড়সহ ভারতের মধ্যাঞ্চলে কয়েক দশক ধরে সক্রিয় রয়েছে মাওবাদী বিদ্রোহীরা। মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে শুরু হওয়া এ আন্দোলন আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের দাবিতে পরিচালিত হলেও তা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। দেশজুড়ে এই বিদ্রোহে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে মাওবাদী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ বেসামরিক নাগরিক।
২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এ আন্দোলন চরমে পৌঁছায়। তখন প্রায় এক-তৃতীয়াংশ ভারতীয় ভূখণ্ডে মাওবাদীদের সরাসরি প্রভাব ছিল। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বেশ কিছু সময় ধরেই কঠোর অবস্থানে রয়েছে।
গত বছর সেপ্টেম্বরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বক্তব্যে মাওবাদীদের আত্মসমর্পণ অথবা সর্বাত্মক দমন অভিযানের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইসঙ্গে তিনি ২০২৬ সালের মার্চের মধ্যেই বিদ্রোহ দমন সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা