ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
অনুমতি ছাড়াই বিদেশে কোর্সের ফি পাঠানোর সুযোগ
ডুয়া ডেস্ক: বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব কোর্সের ফি পাঠাতে আর কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি এই ফি প্রেরণ করতে পারবে।
মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (CFA), অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (ACCA), চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (CIMA), সনদপ্রাপ্ত অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট (CAMS), ইনস্টিটিউট অব চার্টার্ড ইনসিউরেন্স (CII) প্রভৃতি প্রতিষ্ঠানের কোর্স ফি এখন সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠানো যাবে।
এই সুবিধা গ্রহণের জন্য শিক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যাংকে জমা দিতে হবে—কোর্স ফি সংক্রান্ত ডিমান্ড নোট/ইনভয়েস, প্রতিষ্ঠানের ফি কাঠামো সংক্রান্ত তথ্য এবং স্বঘোষিত একটি ঘোষণাপত্র।
বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র জানান, এর আগে এসব পেশাগত কোর্সের ফি বিদেশে পাঠানোর জন্য আলাদাভাবে আমাদের অনুমোদন নিতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। এখন ব্যাংকগুলো নিজেরাই যাচাই-বাছাই করে এই লেনদেন সম্পন্ন করতে পারবে। এতে শিক্ষার্থীরা দ্রুত ফি পাঠিয়ে সময়মতো কোর্সে অংশ নিতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতা অর্জনে আগ্রহীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে করে দেশের তরুণ পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানে উন্নত প্রশিক্ষণ গ্রহণ সহজতর হবে, যা দীর্ঘমেয়াদে মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে