ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি
৫০ শতাংশ বোনাস বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান

ডুয়া ডেস্ক: মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আজ রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী বৈঠকের পর সেখান থেকে তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—সরকারি কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা প্রদান। পাশাপাশি বৈষম্য নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দাবি করেছেন তারা। এসব দাবি পূরণ না হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।
এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি বলেন, “আমাদের এপ্রিল মাসের বেতন ছাড়া হয়েছে। আগামীকালের মধ্যে সবাই পেয়ে যাবেন। তবে আমরা শুধু শিক্ষকদের বোনাস বৃদ্ধি চাই না। আমরা শিক্ষক, কর্মচারী সবার শতভাগ বোনাস বৃদ্ধি চাই। এছাড়া সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা চাই।”
তিনি আরও বলেন, “মাসের অর্ধেক চলে যায়, কিন্তু বেতনের কোনো খবর থাকে না। আমরা এমন ব্যবস্থা চাই না। সরকারি অন্যান্য কর্মকর্তাদের মতো মাসের শুরুতে বেতন চাই। আমরা সব ধরনের শিক্ষার অর্ধেকের বেশি দায়িত্ব পালন করেও কেন বৈষ্যমের শিকার হবো। তাই সব বৈষম্য দূর করতে দ্রুত শিক্ষা জাতীয়করণ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না আমরা।”
প্রসঙ্গত, শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৭ মে থেকে দ্বিতীয় দফায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা