ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি
৫০ শতাংশ বোনাস বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান

ডুয়া ডেস্ক: মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আজ রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী বৈঠকের পর সেখান থেকে তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—সরকারি কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা প্রদান। পাশাপাশি বৈষম্য নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দাবি করেছেন তারা। এসব দাবি পূরণ না হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।
এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি বলেন, “আমাদের এপ্রিল মাসের বেতন ছাড়া হয়েছে। আগামীকালের মধ্যে সবাই পেয়ে যাবেন। তবে আমরা শুধু শিক্ষকদের বোনাস বৃদ্ধি চাই না। আমরা শিক্ষক, কর্মচারী সবার শতভাগ বোনাস বৃদ্ধি চাই। এছাড়া সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা চাই।”
তিনি আরও বলেন, “মাসের অর্ধেক চলে যায়, কিন্তু বেতনের কোনো খবর থাকে না। আমরা এমন ব্যবস্থা চাই না। সরকারি অন্যান্য কর্মকর্তাদের মতো মাসের শুরুতে বেতন চাই। আমরা সব ধরনের শিক্ষার অর্ধেকের বেশি দায়িত্ব পালন করেও কেন বৈষ্যমের শিকার হবো। তাই সব বৈষম্য দূর করতে দ্রুত শিক্ষা জাতীয়করণ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না আমরা।”
প্রসঙ্গত, শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৭ মে থেকে দ্বিতীয় দফায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার