ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সচিবালয়ে উত্তেজনা: শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২২ ১৭:২৫:৪৪
সচিবালয়ে উত্তেজনা: শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায় এবং কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এর আগে, হাজারো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন, তাদের দাবির মধ্যে ছিল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশ।

সচিবালয়ের ভেতরে পার্কিং করা বেশ কয়েকটি গাড়ি আন্দোলনরত শিক্ষার্থীরা ভাঙচুর করে, যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন, এবং সচিবালয়ের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ