ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুলাই ২২ ১৫:৪০:০২
২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ঘটনাস্থল থেকেই বিবিসি বাংলা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার জানিয়েছেন ২৪ জুলাইয়ের পরীক্ষা নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর নতুন তারিখে অনুষ্ঠিত হবে।”

এ বিষয়ে জানতে চাইলে প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, “নির্ধারিত রুটিন অনুযায়ী অন্য পরীক্ষাগুলো শেষ হলে ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।”

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। ২১ জুলাই রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।” শিক্ষা উপদেষ্টা এই তথ্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় সরকার ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত