ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
সরকারের ক্রাইসিস তৈরি হলেই আমাদের ডাকেন: মির্জা ফখরুল
.jpg)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনঘন বৈঠক হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এভাবে ডাকেন মাঝে মাঝে, যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের।
বুধবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডাকেন। আমরা যাই, কারণ এই সরকারকে সহযোগিতা করবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার, করবো। তবে, আমরা মনে করি এই মতবিনিময়টা আরো ঘনঘন হলে ভালো হতো।
বিমান দুর্ঘটনার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গতকাল যা ঘটেছে, একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনায় অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা শোক জানিয়েছি, দুঃখ প্রকাশ করেছি।
মির্জা ফখরুল বলেন, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টা অবরুদ্ধ হন। একই সময়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে, যা অনেকের কাছে প্রশাসনিক বিশৃঙ্খলা হিসেবে মনে হয়েছে। কয়েকদিন আগে গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটানোর যে চেষ্টা হয়েছিল, এখানেও তারই পুনরাবৃত্তি মনে হয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা আগে আন্দোলন করেছে, তাদের সঙ্গে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন। আমরা আলোচনায় অংশ নিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ নির্বাচন হবে। আমরা চাই, সে লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। তিনি সেই আশ্বাসও দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার নিঃসন্দেহে সীমিত ক্ষমতা নিয়ে কাজ করছে, কিছু দুর্বলতা থাকতেই পারে। তবে এসব দুর্বলতার চেয়ে তাদের সদিচ্ছাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তাদের আন্তরিকতার ঘাটতি দেখছি না।
বিমান দুর্ঘটনায় সরকারের প্রস্তুতির ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, অভিজ্ঞতার কিছুটা অভাব আছে। সরকারের ভেতরে কিছু অনভিজ্ঞতাও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা