ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিক্ষোভে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবি পেশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২২ ১১:১৮:৩৭
বিক্ষোভে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবি পেশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে গোলচত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী। একদিন আগেই কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’ এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। পুলিশ কয়েকবার সরে যেতে বললেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা সহিংসতা চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকাও অপরাধ। এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আমরা অবিচারের প্রতিবাদ জানাচ্ছি।”

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা প্রকাশ

২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ

৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা

৪. প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান

৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল

৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। ভবনটিতে তখন ক্লাস চলছিল ফলে বহু শিক্ষার্থী হতাহত হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও বিজিবিও যোগ দেয়। আহত ও নিহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহৃত হয়।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে অধিকাংশই শিশু। চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৭৮ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত