ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্ত : আজ রাষ্ট্রীয় শোক, দেশজুড়ে বিশেষ প্রার্থনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২২ ০৯:৪৯:২৮
বিমান বিধ্বস্ত : আজ রাষ্ট্রীয় শোক, দেশজুড়ে বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতেও পতাকা অর্ধনমিত রাখা হবে।

আহত ও নিহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর জরুরি সেবার অংশ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে একটি ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৪৯০৪৩৬৯৭ নম্বরে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত