ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

২০২৫ মে ১৮ ১৪:৪৪:৫১
অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ডুয়া ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এর আগে, গত ২৯ এপ্রিল মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামের একজন ব্যক্তি একটি মামলা দায়ের করেন, যাতে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা হয় আওয়ামী লীগকে এবং দলটির সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করা হয়। সেই মামলায় নুসরাত ফারিয়ার নামও আসামি তালিকায় রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে এসব আসামিরা বিপুল অর্থ যোগান দিয়েছেন।

বাদী এনামুল হক অভিযোগ করেন, ওই দমন অভিযানে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন।

বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে