ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন, হাইকোর্ট প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান

২০২৫ মে ১৮ ১২:৩৯:১৪
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন, হাইকোর্ট প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান

ডুয়া ডেস্ক: ক্রাফট ইনস্ট্রাক্টরদের দায়ের করা একটি রিট আবেদন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট প্রাঙ্গণের মাজার গেটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে তারা এই কর্মসূচি শুরু করেন। ব্যানারে লেখা ছিল— ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিল করো।

শিক্ষার্থীরা জানান, আজ হাইকোর্টে উক্ত রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষিতে তারা হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন।

এর আগে শনিবার (১৭ মে) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আজকের কর্মসূচির ঘোষণা দেন। সেখানে তারা জানান, এই আন্দোলন শুধু ক্রাফট ইনস্ট্রাক্টরদের রিট বাতিলের দাবিতে সীমাবদ্ধ নয়—এটির সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ছয় দফা দাবি, যা আজকের কর্মসূচিতে তুলে ধরা হবে।

শুধু কেন্দ্রীয় কর্মসূচি নয়, একই সময়ে দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং যৌক্তিক দাবির ভিত্তিতে রাজপথে নেমেছেন। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ও ইতিবাচক সাড়া আশা করছেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে