ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অতি ভারী বর্ষণের সতর্কতা ৩ বিভাগে

২০২৫ মে ১৮ ১৬:৪৩:৫১
অতি ভারী বর্ষণের সতর্কতা ৩ বিভাগে

ডুয়া ডেস্ক: আগামী ৭২ ঘণ্টায় দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি সঞ্চালনশীলতার কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (৮৮ মি.মি.র বেশি) বৃষ্টি হতে পারে।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে