ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনে অংশীজনদের সঙ্গে বিএসইসি'র বৈঠক

২০২৫ মে ১৭ ২১:৩৭:৩৯
বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনে অংশীজনদের সঙ্গে বিএসইসি'র বৈঠক

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারের কার্যক্রম আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আজ শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কমিশনার মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালকবৃন্দ এবং পরিচালকবৃন্দ।

বৈঠকে শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএমবিএ প্রেসিডেন্ট মাজেদা খাতুন, আইসিবি ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথসহ আরও অনেকে।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার শেয়ারবাজার সম্পর্কিত নির্দেশনার আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:

* তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ন্যূনতম ১০% নির্ধারণ

* ১ লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয়ের ওপর কর মওকুফ

* নেগেটিভ ইক্যুইটি সমস্যার টেকসই সমাধান

* বিও হিসাবের মেইনটেইন্যান্স ফি ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ

* ব্রোকারদের টার্নওভারে অগ্রিম কর (AIT) হ্রাস

* বড় দেশীয়, রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে উদ্যোগ

* সরকারি সিকিউরিটিজের (G-Sec) নিলাম এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে স্থানান্তরের প্রস্তাব

* বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটিজ হাউজে নজরদারি বৃদ্ধি

সভায় আইসিবি ব্যবস্থাপনা পরিচালক মিউচ্যুয়াল ফান্ডগুলোর চলতি অর্থবছরের আয় থেকে ২০ শতাংশ প্রভিশন রেখে বাকি ৮০ শতাংশ ইউনিটহোল্ডারদের মাঝে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করার প্রস্তাব দেন।

সভা শেষে সিদ্ধান্ত হয়, বিএসইসি ও অংশীজনদের মধ্যে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা বজায় রাখতে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে