ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

'এ' ক্যাটাগরির শেয়ারের দাপুটে লেনদেন

২০২৫ মে ১৭ ১৫:৪৪:৩৪
'এ' ক্যাটাগরির শেয়ারের দাপুটে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ (১৭ মে) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৯ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২০ দশমিক ০৪৬ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮২ লাখ ১ হাজার টাকার শেয়ার। এই লেনদেন বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে ‘এ’ ক্যাটাগরির সাতটি প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

লেনদেন বৃদ্ধির তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো—ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ফাইন ফুডস, এনআরবি ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

জানা গেছে, আজ ডিএসইতে টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। এদিন ব্যাংকটির মোট ১৩ কোটি ২২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে ব্র্যাক ব্যাংকের প্রতিটি শেয়ার ৫২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ারে। আজ কোম্পানিটির ১১ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৬ টাকা ৫০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ কোম্পানিটির ৯ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ২৩ টাকায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে—উত্তরা ব্যাংকের ৯ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার, ফাইন ফুডসের ৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার, এনআরবি ব্যাংকের ৪ কোটি ৮৯ লাখ ৫২ হাজার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে