ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশের ২ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা, বিশেষ সতর্কবার্তা জারি

২০২৫ মে ১৭ ১৪:৪৮:৩৮
দেশের ২ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা, বিশেষ সতর্কবার্তা জারি

ডুয়া ডেস্ক: সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ সংক্রান্ত একটি বিশেষ সতর্কবার্তা বৃহস্পতিবার (১৫ মে) জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) ও যুগ্মসচিব মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত ওই বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে