ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুখবর

২০২৫ মে ১৭ ১৪:৫৬:৫০
ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুখবর

ডুয়া ডেস্ক: ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে ইতোমধ্যে ইন্টারনেটের দাম কমানো হয়েছে এবং আগামী এক-দুই মাসের মধ্যেই এর ইতিবাচক প্রভাব ভোক্তারা অনুভব করবেন।

শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "ইন্টারনেট ব্যবহারে আমরা শিক্ষায় অনেক এগিয়ে গেছি কিন্তু কৃষি ও স্বাস্থ্য খাতে এখনও অনেক পিছিয়ে আছি। এই দুই খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।"

দুর্যোগকালীন সময়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার বিষয়েও তিনি বলেন, "বন্যা ও ঝড় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও, সেই সময়েও কীভাবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা যায়, তা নিয়ে ভাবতে হবে।"

তিনি জানান, নাগরিক অধিকার হিসেবে ইন্টারনেটকে সংজ্ঞায়িত করে একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনটি কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। "আমরা স্বীকার করছি, সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা দিতে এখনো পুরোপুরি সফল হইনি। এই খসড়া আইন পাস হলে নারী ব্যবহারকারীরা আরও সুরক্ষিত থাকবেন।"

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আইসিটি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যেই পাস হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, “ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ”-এ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ‘সবুজ পাতা’ নামক উদ্যোগেও নারীরা অগ্রাধিকার পাবেন।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বিটিআরসি প্রাঙ্গণে দিনব্যাপী মেলা, হ্যাকাথন, ডাকটিকিট উন্মোচনসহ নানা আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিআরসি চেয়ারম্যান (অব.) মেজর জেনারেল এমদাদ উল বারী, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী ও ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের আইএসপিদের মাঝে ই-লাইসেন্স হস্তান্তর এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে