ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চারদিনের রিমান্ড শেষে কারাগারে কণ্ঠশিল্পী মমতাজ

২০২৫ মে ১৭ ১৬:৩৯:৫৮
চারদিনের রিমান্ড শেষে কারাগারে কণ্ঠশিল্পী মমতাজ

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চারদিনের রিমান্ড শেষে শনিবার (১৭ মে) ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রিমান্ড শেষে মমতাজ বেগমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তিনি মমতাজকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিপরীতে, আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

এর আগে ১২ মে রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৩ মে মামলার শুনানিতে তদন্ত কর্মকর্তা মমতাজের সাতদিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নেন মো. সাগর নামের এক শিক্ষার্থী। আন্দোলনের সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলিবর্ষণ করেন। ওই সময় সাগরের বুকে গুলি লাগে এবং পেছন দিক দিয়ে গুলি বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার চার মাস পর, গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে