ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সাবেক এমপি জেবুন্নেছা আটক

২০২৫ মে ১৭ ১৬:১১:৫৭
সাবেক এমপি জেবুন্নেছা আটক

ডুয়া ডেস্ক: বরিশাল মহানগর আ’লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য থাকা অবস্থায় হিরণের মৃত্যু হলে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেবুন্নেছা। চলতি বছরের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

জেবুন্নেছার পারিবারিক ঘনিষ্ঠ জনরা জানান, শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আফরোজকে আটকের বিষয়ে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত ঢাকার পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে