ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে

২০২৫ মে ১৭ ১৫:৫৯:৩৮
অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে

ডুয়া ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। তিনি জানান, অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে।

শনিবার (১৭ মে) সুন্দরবনে বিজিবির ‌‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সুন্দরবনের জলসীমানায় বিজিবির যশোর রিজিয়নের অধীনস্থ রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় জলসীমান্ত নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবির ভাসমান বিওপি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইন চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে, তবে ঘটনাটি উসকানিমূলক বলে মনে হচ্ছে না।

সুন্দরবনসহ বিভিন্ন সীমান্তপথে ভারতীয় পুশইন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের মাধ্যমে যেসব ব্যক্তি প্রবেশ করছেন, তাদের মধ্যে রোহিঙ্গা এবং ইউএনএইচসিআর কার্ডধারীরাও রয়েছেন। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে। তিনি আরও জানান, পুশইনের ঘটনা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে

তিনি আরও জানান, ভারতের পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে যদি কেউ বাংলাদেশি হয়, তাহলে তাদের পুশব্যাক করা হবে না। তবে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এছাড়া তিনি বলেন, সবাই যদি সহযোগিতা করেন, তাহলে ভারত পুশইন করতে পারবে না।

ভারত সুন্দরবনের জলসীমা-সহ বিভিন্ন সীমান্তে পুশইন করেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত মান্দারবারি সীমান্ত এলাকা দিয়ে পুশইন করেছিল, যেখানে তিনি নিজে পরিদর্শন করেছেন। তিনি জানান, ভারতের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি তাদের দেশে কোনো বাংলাদেশি অবৈধভাবে থাকে তাহলে তাদের প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো হোক। ঠিক একইভাবে, যারা ভারত থেকে বাংলাদেশে এসেছে তাদেরকেও প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো হয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা কাউকে পুশইন করি না।

তিনি বলেন, গতকাল আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির সঙ্গে আনসার এবং স্থানীয় জনগণের প্রতিরোধে ভারত পুশইন করতে পারেনি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশইন করতে পারবে না। বিজিবির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতা দরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে