ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আগামী অর্থবছরের এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি, প্রকল্প সংখ্যা ১১৪২

২০২৫ মে ১৭ ১৭:৩২:৩৬

ডুয়া ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এডিপিতে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে বরাদ্দ থাকছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরের তুলনায় এডিপির আকার কমেছে ৩৫ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে কমিয়ে আনা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠকে এ প্রস্তাবিত এডিপি অনুমোদন পেয়েছে। মোট প্রকল্প সংখ্যা থাকছে ১ হাজার ১৪২টি। অন্যান্যবারের মতো এবারও পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই প্রস্তাবিত এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) আসন্ন সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে