ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের আরব দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

২০২৫ মে ১৭ ১৭:১৬:৪৫
ফের আরব দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ডুয়া ডেস্ক: ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভের পর থেকে যুদ্ধাবস্থা থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি আরব দেশ লিবিয়া। এর মধ্যে এবার দেশটির প্রধানমন্ত্রী আবদুলহামিদ দেবেইবাহ’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির শত শত মানুষ।

স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) রাজধানী ত্রিপোলিতে বড় ধরনের বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত হন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘ত্রিপোলির মারটায়ার্স স্কয়ারে আন্দোলনকারীরা সরকার উৎখাত এবং নির্বাচনের দাবিতে স্লোগান দেন। স্লোগান শেষে তারা রাজধানীর কেন্দ্রস্থলে সরকারি ভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। প্রধানমন্ত্রী দেবেইবাহর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।’

বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে দেবেইবাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী এমাদ তারবুলসির ছবি দেখা যায়, যেগুলোর ওপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা ছিল।

এদিকে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন অর্থ ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আল-হাওয়িজ, স্থানীয় সরকারমন্ত্রী বদরেদ্দিন আল-তামি এবং আবাসনমন্ত্রী আবু বকর আল-গাওয়ি।

২০২১ সালে লিবিয়ায় দেবেইবাহের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠন হয়। বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় দেশটিতে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। পরে জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে দেবেইবাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে ক্ষমতায় রয়েছেন।

চলতি সপ্তাহে ত্রিপোলিতে বিরোধী দুই দলের সংঘর্ষের পর দেবেইবাহের পদত্যাগের জন্য জনসমর্থন বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই সংঘর্ষে অন্তত আটজন বেসামরিক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে গত মঙ্গলবার সব সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত করার নির্দেশ দেয় সরকার, তবে এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে