ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পরেশ রাওয়াল ছাড়া ‘হেরা ফেরি ৩’, বাবুভাইয়ার ভবিষ্যৎ অনিশ্চিত

২০২৫ মে ১৭ ১৮:৫৪:৫০
পরেশ রাওয়াল ছাড়া ‘হেরা ফেরি ৩’, বাবুভাইয়ার ভবিষ্যৎ অনিশ্চিত

ডুয়া ডেস্ক: ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ সিনেমা বলিউডে কমেডির নতুন এক অধ্যায় রচনা করেছিল। রাজু, শ্যাম আর বাবুভাইয়ার মজার কেমিস্ট্রিতে একের পর এক হাসির ঢেউ বয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহে। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ সেই জনপ্রিয়তাকে আরও পোক্ত করে তোলে।

এরপর প্রায় দুই দশক পর, ২০২২ সালে জানা যায়, আসছে বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’। খবর ছড়াতেই দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে নস্টালজিয়া আর উত্তেজনা।

সিনেমার মহরতও হয়ে যায় সম্প্রতি। কিন্তু এরই মধ্যে অনুরাগীদের মন ভেঙে দেওয়া খবর এল—পরেশ রাওয়াল আর থাকছেন না বাবুভাইয়ার চরিত্রে! বহুদিনের চেনা চরিত্রে তাকে না দেখার সম্ভাবনায় হতাশ ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানা যায়, নির্মাতাদের সঙ্গে মতবিরোধের কারণেই ফ্র্যাঞ্চাইজিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পরেশ রাওয়াল। যদিও মতভেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি তিনি, তবে এত বছর ধরে তিন মুখ—রাজু, শ্যাম ও বাবুভাইয়া—নিয়েই এই সিরিজ গড়ে উঠেছে। বাবুভাইয়ার অনুপস্থিতি মানেই যেন ‘হেরা ফেরি’ পরিবারের এক বড় ফাঁকা জায়গা।

এখন প্রশ্ন, পরেশ রাওয়ালের পরিবর্তে কে হবেন বাবুভাইয়ার জায়গায়? অনেকেই মনে করছেন, এ চরিত্রের তুলনা হয় না। বাবুভাইয়ার রসবোধ, অভিব্যক্তি আর সংলাপ বলার ভঙ্গি এতটাই স্বতন্ত্র যে, নতুন কাউকে দেখলে হয়তো দর্শকের সংযোগ তৈরি হবে না।

তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো সিনেমার গল্প, কাস্টিং কিংবা মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অনেকে আশা করছেন, মতপার্থক্য মিটে যাবে এবং আবারও দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়ালকে একসঙ্গে।

তাই ‘হেরা ফেরি ৩’ আপাতত প্রত্যাশা আর অনিশ্চয়তার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে। আর দর্শক অপেক্ষায়, পুরোনো তিন বন্ধুর সেই অদ্ভুত অথচ অমলিন মজার জগতটা যেন ফিরে আসে আগের মতো করেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে