ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্তে পুশইন ঠেকাতে স্থানীয়দের সহায়তা চাইল বিজিবি

২০২৫ মে ১৭ ১৮:১০:৩৬
সীমান্তে পুশইন ঠেকাতে স্থানীয়দের সহায়তা চাইল বিজিবি

ডুয়া ডেস্ক: ভারতের ‘পুশইন’ রোধে সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার (১৭ মে) সুন্দরবনের শ্যামনগরে ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সীমান্তে বসবাসরত স্থানীয়রা পুশইন দেখতে পেলে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানালে টহল দল দ্রুত পদক্ষেপ নিতে পারবে।”

বিজিবি ডিজি জানান, সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ; কুড়িগ্রামের রৌমারী ও পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় পুশইন সবচেয়ে বেশি হচ্ছে। “সকালের দিকেও কিছু পুশইনের ঘটনা ঘটেছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “সীমান্ত অনেক বিস্তৃত, প্রতিটি অংশে নজরদারি সম্ভব নয়। তাই জনগণ, আনসারসহ স্থানীয়দের সহায়তা নিচ্ছি।”

পুশইনকে ‘নিয়ম বহির্ভূত’ উল্লেখ করে বিজিবি প্রধান বলেন, “যদি বাংলাদেশি নাগরিক হয়, তবে সেটা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা উচিত।”

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি ভারতকে জানানো হয়েছে। বিজিবি নিয়মিত ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদপত্রসহ কূটনৈতিক রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ সতর্ক থাকলে কেউ অবৈধভাবে ঢুকতে পারবে না। কেউ সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আমাদের টহল দলকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে