ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নিয়ন্ত্রণ আনলো কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ মে ১৮ ১০:৫২:৪২
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নিয়ন্ত্রণ আনলো কেন্দ্রীয় ব্যাংক

ডুয়া ডেস্ক: এখন থেকে ব্যাংকগুলো ডলার কেনাবেচায় অতিরিক্ত কোনো চার্জ বা মাশুল নিতে পারবে না। একই সঙ্গে, বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে পাসপোর্টে ডলার সংযুক্তি করতে চাইলে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে, যা ব্যাংকগুলো নিতে পারবে।

শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) নতুন একটি নির্দেশনা জারি করেছে। এটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, অনুমোদিত ডিলার শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির সময় ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি, কমিশন আদায় করছে অনেক ব্যাংক। এতে গ্রাহকরা ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কেনায় নিরুৎসাহিত হচ্ছেন—এমন তথ্য বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ ব্যাংক পেয়েছে।

এ অবস্থায় বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কেনায় উৎসাহ দিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এখন থেকে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্তই আদায় করা যাবে। এর বাইরে অতিরিক্ত কোনো চার্জ, কমিশন বা ফি গ্রহণ করা যাবে না।

এছাড়া এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি, চার্জ ও কমিশন বা অনুরূপ যে কোন নামে অতিরিক্ত কোন ফি, চার্জ ও কমিশন আদায় করা যাবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে