ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড়লো সোনার দাম

২০২৫ মে ১৭ ২১:৪৭:৪৯
বাড়লো সোনার দাম

ডুয়া ডেস্ক: আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিপ্রতি ১ হাজার ৩৬৪ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (১৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। আগামীকাল রোববার (১৮ মে) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোনার নতুন মূল্যহার অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে