ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জাম্বিয়ায় রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা

২০২৫ মে ১৪ ২১:৩৪:০৫
জাম্বিয়ায় রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা

ডুয়া ডেস্ক: আফ্রিকার দেশ জাম্বিয়া রপ্তানি বাড়াতে পাঁচটি প্রধান শিল্প খাতকে অগ্রাধিকার দিচ্ছে দেশটির রপ্তানি উন্নয়ন ব্যুরো (Export Development Bureau)। এসব খাত হলো: ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আসবাবপত্র।

আজ বুধবার (১৪ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ-জাম্বিয়া বিজনেস ফোরাম-এ এ তথ্য জানানো হয়। এই ফোরামের আয়োজন করে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

অনুষ্ঠানে সম্ভাব্য খাতগুলো নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করে ভবিষ্যৎ সম্ভাবনার চিত্র তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ।

ফোরামে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশে জাম্বিয়ার মাননীয় কনসাল ড. মোহাম্মদ জায়েদ আলম এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে জাম্বিয়ার দুর্বল লজিস্টিক্স সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের উদ্যোক্তারা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জাম্বিয়া প্রতিনিধি দলের সদস্যরা এবং বাংলাদেশের বিনিয়োগকারীদের কাছে আগ্রহ প্রকাশ করেন।

বর্তমানে বাংলাদেশ ও জাম্বিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৮ লাখ মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র সাড়ে ৪ লাখ ডলারের মতো। জাম্বিয়ায় বাংলাদেশ প্রধানত ওষুধ ও তৈরি পোশাক রপ্তানি করে, যা দেশটির মোট রপ্তানির ৮০ শতাংশ।

উল্লেখ্য, আফ্রিকার এই দেশটি প্রতিবছর বৈশ্বিক বাজার থেকে হাজার কোটি ডলারের পণ্য আমদানি করে, যা বাংলাদেশের জন্য বড় একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (SADC)-এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে